۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। তাদের দাবি, ইসরাইলের ভূখন্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। তাদের দাবি, ইসরাইলের ভূখন্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা।

এর জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এক টুইট বার্তায়, স্থানীয় সময় শনিবার রাতে হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালানোর দাবি করে আইডিএফ।

তবে হামাসের পক্ষ থেকে এ ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গাজায় একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল।

শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার দক্ষিণে বদর এলাকায় তান্ডব চালিয়েছে তারা। সোশ্যাল মিডিয়াতে ইসরাইলের বিমান হামলার দৃশ্য কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। তেল আবিবের দাবি, গাজা থেকে ইসরাইলের দিকে বেলুন হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতি হয় তাদের। এমন ঘটনা বন্ধে হামলা চালানো হয়েছে।

তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে ইসরাইলি বাহিনী এবং গাজার শাসক গোষ্ঠী হামাসের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে আড়াই শতাধিক মানুষ নিহত হন। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। যুদ্ধবিরতি চলার মধ্যেই বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটছে।

تبصرہ ارسال

You are replying to: .